Saturday, September 1, 2012

Vergo Super Cluster ও অনন্ত মহাবিশ্বের দৃশ্যমান পরিসীমা

এই দৃশ্যমান মহাবিশ্বের super cluster এর system এর ভেতরে, Vergo Super Cluster এর অন্তর্ভুক্ত হাজার হাজার Galaxy-র মধ্যে, Milkyway galaxy তে বিদ্যমান ২০০ বিলিয়ন star এর মধ্যে, Solar System star এর ভেতরে, Oort cloud এর কেন্দ্রে অবস্থিত Orbit of Sedna-র এক কোণে অবস্থিত সৌরজগতের মোট ভরের ৯৯ শতাংশ ভরের সূর্য থেকে ১৫ কোটি কিমি দূরে অবস্থিত ছোট্ট নী

ল সবুজ গ্রহ পৃথিবীর কোন এক মহাদেশের, কোন এক উপমহাদেশের, কোন এক ছোট্ট দেশের, কোন এক শহরের, কোন এক দালান কোঠার, কোন একটি ছোট্ট ঘরের ভেতর থেকে চোখ দুটি বন্ধ করে যারা দেখে নিতে পারে দৃশ্যমান মহাবিশ্বের শেষ সীমা, সেই মানুষ কখনই জানার চেষ্টা থামাবেনা। আর একারণেই তারা সৃষ্টির শ্রেষ্ঠ……… ।

No comments:

Post a Comment