Saturday, September 1, 2012

Galapagos Island,এক বিস্ময়ের নাম

অপার প্রাকৃতিক সৌন্দর্যের মুকুটমণি হিসেবে খ্যাত, বিষুবরেখায় অবস্থিত Galapagos Island দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের ৬০০ মাইল দূরে অবস্থিত যা একটি আগ্নেয়গিরি সমৃদ্ধ দ্বীপ। রৌদ্রজ্জ্বল দুপুর, সমুদ্রের ঠাণ্ডা সুমিষ্ট বাতাস তাপমাত্রার ভারসাম্য এমন দক্ষভাবে নিয়ন্ত্রণ করে যে, বিষুবরেখার অস্তিত্ব অনুভব করতে দেয়না। Galapagos Island ও তার আশেপাশের পানিসমৃদ্ধ পরিবেশ অনেকগুলো অংশে বিভক্তঃ ইকুয়েডরিয়ান প্রদেশ, একটি ন্যাশনাল পার্ক ও সামুদ্রিক জীবদের সংরক্ষণের এলাকা। টলটলে নীল সমুদ্র, গোলাপী সমুদ্রসৈকত, কালো আগ্নেয়গিরি, সাদা ও জলপাই-সবুজ বালি, গরান গাছ, উপহ্রদ অ ফণীমনসা হল এখানকার অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান স্বীকৃত দাবীদার।

No comments:

Post a Comment